প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১০:৫৯ এ.এম
হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি ব্যারিস্টার আ. স. ম. খালিদ ইকবাল

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে উত্তর ময়মনসিংহের প্রথম ও ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কলেজের প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আ. স. ম. খালিদ ইকবাল। ব্যারিস্টার খালিদ ইকবালের জন্ম হালুয়াঘাটের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ও শিক্ষানুরাগী পরিবারে। তাঁর দাদা, সাবেক সংসদ সদস্য (দুই মেয়াদে) মরহুম আব্দুল জলিল মিয়া, এবং বাবা, সাবেক উপজেলা চেয়ারম্যান (দুই মেয়াদে) মরহুম আলী আজগর সাহেব, হালুয়াঘাটের সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁদের পরিবারের অবদান আজও সর্বজনবিদিত ও গর্বের বিষয়। ব্যারিস্টার খালিদ ইকবাল একজন আন্তর্জাতিক মানের শিক্ষাজীবন সম্পন্ন পেশাজীবী। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি (অনার্স), বিপিপি ল স্কুল থেকে বিজনেস ল–এ বিশেষজ্ঞ এলএলবি (অনার্স), ইস্টার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলএম, বিপিপি ল স্কুল থেকে পিজিডিএল এবং যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘দি অনারেবল সোসাইটি অব লিঙ্কন্স ইন’ থেকে বার-এট-ল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকায় “ল ফিনিটি” নামক একটি স্বনামধন্য চেম্বারে পার্টনার অ্যাসোসিয়েট হিসেবে আইনপেশায় নিযুক্ত রয়েছেন।
হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজটি ১৯৮৮ সালে নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মরহুম আলী আজগর সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সৃষ্টিলগ্ন থেকেই এটি আবাসিক ও অনাবাসিক সুবিধাসহ নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। পরে এটি ডিগ্রি স্তরে উন্নীত হয়ে নারী উচ্চশিক্ষার এক অনন্য দৃষ্টান্তে পরিণত হয়। উল্লেখযোগ্য যে, মরহুম আলী আজগর সাহেব কালাপাগলা জুনিয়র হাই স্কুলও প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ হাই স্কুলে উন্নীত হয়। অন্যদিকে, তাঁর পিতা, মরহুম আব্দুল জলিল মিয়া ১৯৬৬ সালে হালুয়াঘাট আদর্শ গার্লস স্কুল প্রতিষ্ঠা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। উল্লেখ্য, কলেজটি সীমান্তবর্তী সনাতন ধর্মাবলম্বী, গারো ও অন্যান্য আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত। সমাজের পিছিয়ে পড়া নারীদের শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মরহুম আলী আজগর সাহেব যে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন, আজকের পূর্ণাঙ্গ কমিটি সেই ধারাবাহিকতাকে আরও বেগবান করবে বলে স্থানীয় মহলের প্রত্যাশা। নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার খালিদ ইকবাল বলেন, “আমার পিতার স্বপ্ন ছিল হালুয়াঘাট ও আশপাশের এলাকার মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করা। সেই স্বপ্ন পূরণে আমি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো। কলেজের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
সম্পাদক মণ্ডলীর সভাপতি: গাজী মোঃ মজনু ইদ্রিস সম্পাদক: মোঃমহিউদ্দিন সোহাগ নির্বাহী সম্পাদক:মিজানুর রহমান বার্তা সম্পাদক:এম আর কমল ব্যবস্থপনা সম্পাদক: মোঃ রোকনুজ্জামান পান্নু মফস্বল সম্পাদক:মোঃবেলাল